ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৫:০০:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মা হয়েছেন এক সঙ্গে কাজ করা সেই ন’জন নার্স

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার

সন্তানদের কোলে নিয়ে সেই নার্সরা।  ছবি : সংগৃহীত।

সন্তানদের কোলে নিয়ে সেই নার্সরা। ছবি : সংগৃহীত।

বিরল ঘটনার সাক্ষী থাকল পোর্টল্যান্ডের মাইনে মেডিকেল সেন্টার। এই মেডিকেল সেন্টারে লেবার ইউনিটে কর্মরত ন’জন নার্স গর্ভবতী ছিলেন। সেই খবর মার্চ মাসে জানিয়েছিলেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ। সেই নার্সদের সকলেই সন্তান জন্ম দিয়েছেন। সন্তানসহ সেই সব নার্সদের ছবি সম্প্রতি প্রকাশ করেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। তার পরই বিষয়টি নিয়ে ফের চর্চায় মেতেছে আগ্রহীরা।

জানা গেছে, এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে ওই শিশুগুলো জন্ম নিয়েছে। সব ক’টি শিশুর জন্মের পর ওই ন’জন নার্স তাদের সন্তানদের কোলে নিয়ে ছবি তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

সদ্য মা হওয়া ওই নার্সদের একজন লুনি সুসি সংবাদ সংস্থাকে বলেছেন, ‘গর্ভাবস্থা থেকেই আমরা একে অপরের খেয়াল রাখতাম। কম বেশি একই সময়ে মা হয়ে আমরা দারুণ অনুভূতির সাক্ষী রইলাম।’