ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ৪:৫৮:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এক মাসে সোনার দাম বাড়লো চারবার

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়লো। আজ মঙ্গলবার থেকে চলতি মাসে চতুর্থবারের মতো সোনার দাম বাড়ছে। এবার ভরিতে বাড়ছে ১ হাজার ১৬৬ টাকা। এর আগে গত ৬, ৮ ও ১৯ আগস্ট সোনার দাম বাড়ানো হয়।

গতকাল সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ সিদ্ধান্তের কথা জানায়। মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ভরি প্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেটের ভরি প্রতি সোনা ৫৫ হাজার ৬৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ভরি প্রতি ৫০ হাজার ৬৮০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতিতে সোনার দাম বেড়ে হয়েছে ৩০ হাজার ৩২৬ টাকা।

তবে ২১ ক্যারেটের রুপার (ক্যাডমিয়াম) দাম ভরি প্রতি পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই রয়েছে।

বৈশ্বিক অস্থিরতা ও ডলারের দরপতনের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে বলে জানিয়েছে বাজুস।