ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ২০:০৩:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাবির প্রশাসনিক ভবন ঘেরাও তৃতীয় দিনে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক হাজার ৪৪৫ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের এক পক্ষের প্রশাসনিক ভবন অবরোধ টানা তৃতীয় দিনে গড়িয়েছে। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। টানা তৃতীয় দিনের অবরোধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা চলছে।

এর আগে বুধবার অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে দু’জন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দু'দফায় আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন। দুই পক্ষের মধ্যে মতের মিল না হওয়ায় আলোচনার চেষ্টা ব্যর্থ হয়।

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বুধবার বলেছেন, যেহেতু উপাচার্য নিজেই অভিযুক্ত তাই তাকে নির্বাহী প্রধান করে আমরা কোনও আলোচনায় বসতে পারি না। রাষ্ট্রপক্ষের কোনও প্রতিনিধি আলোচনায় নির্বাহী প্রধান হলে আমরা আলোচনায় বসবো। সেটা হতে পারে আচার্যের কোনও প্রতিনিধি, ইউজিসির সদস্য অথবা মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি।

-জেডসি