ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৪:৩৫:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সেরেনাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন আন্দ্রেয়েস্কো

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোনো আসরের ফাইনালে উঠেই বাজিমাত করলেন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। সেরেনা উইলিয়ামসের রেকর্ড গড়ার স্বপ্ন ভেঙে ইউএস ওপেনের মেয়েদের এককে শিরোপা জিতেছেন কানাডার এই টিনএজার।

নিউ ইয়র্কে শনিবার রাতের ফাইনালে ৬-৩, ৭-৫ গেমে জিতেন আন্দ্রেয়েস্কো। ২০০৬ সালে মারিয়া শারাপোভার শিরোপা জয়ের পর প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখালেন ১৯ বছর বয়সী এই খেলোয়াড়।

টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার হাতছানিতে খেলতে নামা সেরেনার শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম সেট ৬-৩ গেমে হেরে পিছিয়ে পড়েন যুক্তরাষ্ট্রের এই ৩৭ বছর বয়সী তারকা।

২০১৭ সালে সন্তান জন্ম দেওয়ার পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন পূরণের লক্ষে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সেরেনা। ৫-১ গেমে পিছিয়ে থাকার পর টানা চার গেম জিতে ৫-৫ সমতা ফেরান। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে দুই গেম জিতে উচ্ছ্বাসে মাতেন আন্দ্রেয়েস্কো।

-জেডসি