ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ৫:৪৬:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এরশাদের আসনে বিএনপির প্রার্থী রিটা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর শূন্য ঘোষিত রংপুর-৩ আসনের উপনির্বাচনে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষে মনোনয়ন দিয়েছে বিএনপি।

আজ রোববার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

এর আগে শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সংসদীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এর পরই সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত বৈঠক করে।

রিজভী বলেন, গতকাল রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেখানে রিটা রহমানকে প্রার্থী করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে লন্ডন থেকে তারেক রহমানও যুক্ত ছিলেন।

বৈঠকে আরও ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন- দলের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে ২০ দলীয় জোটের রিটা রহমান, রংপুর মহানগর বিএনপির প্রয়াত সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, বর্তমান সভাপতি কাওসার জামান বাবলা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইসউদ্দিন।

গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০ হাজার টাকা করে দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন মানোনয়নপ্রত্যাশীরা। গত শুক্রবার সন্ধ্যার মধ্যে ২৫ হাজার টাকা করে জামানত দিয়ে মনোনয়নপত্রগুলো জমা দেয় তারা।

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুর পর শূন্য হওয়া রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৯ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১১ সেপ্টেম্বর এবং প্রার্থীতা প্রত্যহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর।