ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১৭:৫০:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তি, সাতক্ষীরার ডেপুটি জেলার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কমেন্টে কটূক্তির অভিযোগে সাতক্ষীরা কারাগারের ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খানকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল রবিবার কারা অধিদফতরের এক স্মারকের পত্রে তাকে কারা অধিদপ্তরে সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে।

৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৯ মিনিটে জলি মেহেজাবিন খান নামের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ৫৬তম ব্যাচ কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। এ অনুষ্ঠানের ধারাভাষ্যকার হিসেবে আপনাদের সঙ্গে আছি আমি…………।

ছবিতে কমেন্ট করেন অনেকেই। এর মধ্যে শারমিন ববি নামের একজন মন্তব্য করেছেন, ‘আফা মন্ত্রী বানানটা একটু ঠিক করে দেন, না হলে কিন্তু মাননীয় মন্ত্রী মাইন্ড খাইতে পারে।’

এ কমেন্টের প্রতিউত্তরে সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খান লিখেছেন, ‘আমি চাটুকারিতা একদম পছন্দ করি না আফা (আপা), চাকরি করি জেলখানায়, এ রকম বহু নামি-দামি ব্যান্ড (ব্র্যান্ড) ভেতরে আসলে বিলাই (বিড়াল) হয়ে যায়…যাই হোক, স্পেলিং মিসটেক হয়েছে এবং সেটা অনিচ্ছাকৃত।’

.তার উত্তরে শারমিন ববি লিখেছেন, তোকেতো ভালো করেই চিনি, চাটুকারিতা যে করিস না সেটাও জানি, জাস্ট বানান ভুলটা চোখে পড়লো তাই তোকে জানালাম।’

সাতক্ষীরা কারাগারের জেল সুপার আবু জায়েদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডলি আক্তারকে কারা অধিদপ্তরে সংযুক্তির একটি পত্র পেয়েছি।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৯ মিনিটে জলি মেহেজাবিন খান নামের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেন। সেখানেই এক মন্তব্যকারীকে জবাব দিতে গিয়ে তিনি ওই কটূক্তি করেন।

-জেডসি