ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৯:০৮:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭১৬ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৬ জন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে এই তথ্য পাওয়া যায়।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্যে আরও জানা যায়, নতুন রোগীদের মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছেন ৩০০ জন।

এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৪১৬ জন।

বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩ হাজার ০৯১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৫২২ জন এবং অন্যান্য বিভাগে সর্বমোট ১ হাজার ৫৬৯ জন ভর্তি আছেন।

দক্ষিণ এশিয়ার অনেক দেশের মতো এ বছর বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। যার মধ্যে জনবহুল শহর রাজধানী ঢাকাতে ডেঙ্গু আক্রান্তের হার ব্যাপারভাবে লক্ষ্য করা গেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত (০৯ সেপ্টেম্বর) ৭৭ হাজার ২৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন এবং এদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭৩ হাজার ৯৪২ জন।

-জেডসি