ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৮:২৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবিতে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে ছাত্রলীগ নেতাদের জালিয়াতির মাধ্যমে ভর্তির ঘটনায় জড়িত উপাচার্য ও বাণিজ্য অনুষদের ডিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছে ছাত্রলীগ।

বুধবার দুপুরে ‘দুর্নীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে বাণিজ্য অনুষদের ডিন কার্যালয় ঘেরাও করতে গেলে এ ঘটনা ঘটে।

এই কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, সাধারণ ছাত্র পরিষদসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে মিছিল নিয়ে ভিসি কার্যালয় ঘেরাও করতে গেলে প্রক্টরের উপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষকদের মধ্যস্থতায় পরে পরিস্থিতি শান্ত হয়।

-জেডসি