বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫২ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ভিসির পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের মুখে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
আজ শনিবার সকাল ১০টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমদে বলেন, ‘বিবাদমান পরিস্থিতি সামাল দিতে আগামীকাল রোববার থেকে ৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ‘
তবে ৩ অক্টোবরের পর ৪ ও ৫ তারিখ শুক্র ও শনিবারের ছুটি রয়েছে। এ ছাড়া ৬, ৭, ও ৮ তারিখ পূজার ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় আগামী ৯ অক্টোবর খোলা হবে বলেও জানান প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ।
এদিকে বশেমুরবিপ্রবি উপাচার্য (ভিসি) প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনকে বিএনপি-জামায়াতের লোক বলেও আখ্যায়িত করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীর জানান, তারা আগে থেকেই আশঙ্কা করছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করবে। তাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে ফাতেমা তুজ জিনিয়ার নামে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বহিষ্কার করা হয়। যদিও সমালোচনা মুখে তার বহিষ্কারদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর পর থেকেই মূলত বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।
