ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৬:৫৪:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের সম্মান ১ম বর্ষের (শিক্ষাবর্ষ ২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ বছর ‘গ’ ইউনিটে পাসের হার ১৫ দশমিক ৪৯ শতাংশ। প্রায় ৮৫ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষায় পাস করতে পারেননি। বিস্তারিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd-তে জানা যাবে। এছাড়া DU GA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করলেই ফিরতি SMS-এ শিক্ষার্থীরা তার ফল জানতে পারবেন।

এছাড়া বিজনেস ফ্যাকাল্টির ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। এছাড়া বিজনেস ফ্যাকাল্টির নোটিশ বোর্ডেও ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে আবেদনকারীর ২৯ হাজার ৫৮জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন।

-জেডসি