ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ (ডি) ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। সকাল সাড়ে ১১টায় তা শেষ হয়। চলতি বছর ‘ঘ’ ইউনিটে ১৫৬০টি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ৯৭ হাজার ৫০৫জন। প্রতি আসনের জন্য লড়ছে ৬২ ভর্তিচ্ছু।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
-জেডসি
