রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
প্রতীকী ছবি
রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাসলিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।
তাসলিমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত তাসলিমার দেবর আল আমিন জানান, পারিবারিক কলহের জেরে সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় তাসলিমা। তাসলিমা স্বামীসহ খিলগাঁওয়ের গোড়ানের ৫ নম্বর রোডের ১৮০ নম্বর বাসায় থাকতেন। তার স্বামীর নাম আব্দুর রহিম।
তিনি আরও জানান, খবর পেয়ে তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তসলিমার স্বজনরা জানান, ৮-৯ মাস হলো তারা ভালবেসে বিয়ে করেছে। রহিম রাজারবাগ পুলিশ লাইনে কাজ করে। আর তাসলিমা গৃহিণী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান।
