ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ১২:০৫:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের নামে নির্যাতন বন্ধ করা হবে’

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নিজের মত প্রকাশ করায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ নামে একজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বা বুলিংয়ের নামে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এটি একটি বড় সমস্যা, যেকোনোভাবে এটি বন্ধ করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী এসব বলেন।

বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থির অবস্থা বিরাজ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এর পেছনে কোথায় আমাদের সমস্যা আছে তা বের করতে হবে। নিজের মত প্রকাশ করার কারণে দেশের শীর্য পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েটে আবরার নামে একজন শিক্ষার্থী মারা গেলেন। এই ঘটনা আমি শোকাহত, মর্মাহত ও ব্যথিত। আবরারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।  

দীপু মনি বলেন, র‌্যাগিং বন্ধ করতে সরকারের একার পক্ষে সম্ভব না, সকল দলমত নির্বিশেষে এই নির্যাতন বন্ধ করতে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার থেকেও এই বিষয়ে শিক্ষা দেয়ার আহ্বান জানান মন্ত্রী।

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিইউবিটির উপাচার্য অধ্যাপক আবু সালেহ, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিকসহ অনন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সমাবর্তন মোট তিন হাজার ১৯২ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল করার জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

-জেডসি