ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৯:৫৫:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চার দশক পর মাঠে ইরানের নারীরা

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে কম্বোডিয়াকে ১৪-০ গোলে বিধ্বস্ত করলো ইরান। এ ম্যাচে আবার প্রায় চার দশকের অবসান ঘটিয়ে মাঠে বসে পুরুষদের ফুটবল দেখলেন ইরানের নারীরা। ১৯৮১ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে মাঠে বসে পুরুষদের ফুটবল দেখতে পারেনি দেশটির নারীরা।

গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) ‘সি’ গ্রুপে ঘরের মাঠ আজাদি স্টেডিয়ামে কম্বোডিয়াকে আতিথেয়তা জানায় ইরান।

গত ৪০ বছরের মধ্যে ইরানে প্রথমবারের মতো মাঠে বসে সরাসরি ফুটবল ম্যাচ দেখলো দেশটির নারীরা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সতর্কবার্তার পর স্টেডিয়ামে নারী প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেয় ইরান। এরপর তেহরানের আজাদি স্টেডিয়ামে কম্বোডিয়ার বিপক্ষের দেশের খেলায় হাজার হাজার নারী উপস্থিত হয়।

ইরানে মাঠে বসে নারীদের খেলা দেখতে না দেয়ার বিষয়ে বহুদিন ধরেই বিতর্ক ছিল। আর এ বিষয়ে সম্প্রতি ফিফার তরফ থেকেও হুমকি দেয়া হয়েছিল যে, ইরান যদি খেলার মাঠে তাদের বিতর্কিত বিধিনিষেধ তুলে না নেয় তবে তারাও খেলায় অংশ নিতে পারবে না। এর আগে গত নভেম্বরের শুরুতে তেহরানে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে খেলা দেখতে আসেন ৮০০জন ইরানি নারী। তবে তাদের বিশেষভাবে বাছাই করা হয়েছিল এবং তাদের কাছে কোনো টিকিট বিক্রি করা হয়নি।

শুক্রবার অনেক নারীই ইরানের সবুজ, সাদা এবং লালের মিশেলে তৈরি পতাকা মাথায় এবং গলায় ঝুলিয়ে তেহরানের আজাদি স্টেডিয়ামে ২০২২ ওয়ার্ল্ড কাপের বাছাই পর্বের খেলা উপভোগ করেছেন।

বৃহস্পতিবার বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিয়েছিল ইরান এবং কম্বোডিয়া। অনেক নারীই গালে এবং কপালে ইরানের পতাকা একে খেলার মাঠে হাজির হয়েছিলেন।

প্রায় ৪০ বছর পর মাঠে বসে খেলা দেখার অনুমতি পেলেন ইরানি নারীরা। গত মাসেই ফিফার তরফ থেকে ইরানকে নির্দেশ দেয়া হয় যেন তারা নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নেয়। এরপরেই ইরান নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। সাম্প্রতিক সময়ে সউদী সরকারও নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দিয়েছে।

এশিয়ান জায়ান্ট ইরানের হয়ে ম্যাচে চার গোল করেন স্ট্রাইকার করিম আনসারইফরাদ। এছাড়া হ্যাটট্রিক করেন সরদার আজমাউন। ম্যাচের দুই অর্ধে সমান সাতটি করে গোল করে স্বাগতিকরা। যেখানে পঞ্চম মিনিটে লিড এনে দেন আহমাদ নুরুল্লাহি।

দলের হয়ে জোড়া গোল করেন মেহদি তারেমি ও মোহাম্মদ মোহেবি। আর একটি গোল করেন মেহরদাদ মোহাম্মদী। নিজেদের গ্রুপে দুই ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইরান।

-জেডসি