ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ১৬:৪৩:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের (১৮টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজ) ৩২টি ভেন্যুতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারদেশে ৩৬টি সরকারি মেডিকেল কলেজ ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ১০ হাজার ২৩৯টি আসনে মোট ৭২ হাজার ৯২৮ জন আবেদন করেন।

এবারের পরীক্ষার্থীদের মধ্যে ৩৪ হাজার ৮০৯ জন পুরুষ ও ৩৮ হাজার ১১৯ জন নারী রয়েছেন। মুক্তিযোদ্ধা কোটায় ৮০০ এবং ‘ও’ এবং ‘এ’ লেভেলের ২১৮ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৩৫ হাজার ৯৮৫ জন আবেদনকারী রয়েছেন। এর বাইরে ছয়টি আর্মি মেডিকেল কলেজে ৩৭৫টি আসন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, এবার ৮ পাতার দীর্ঘ প্রশ্নপত্র নয়, কেবল দুই পাতার একটি প্রশ্নপত্রে পরীক্ষা হয়। এ ছাড়া নতুন পদ্ধতিতে যতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন ঠিক ততটি আলাদা প্রশ্নপত্র রাখা হয়।

তিনি বলেন, আগে এমবিবিএস পরীক্ষার জন্য প্রশ্নপত্রের পাঁচটি সেট তৈরি করা হতো। এতে করে পরীক্ষার্থীর পাশের জনের সঙ্গে কথা বলে উত্তর পাওয়ার সুযোগ থাকত। তাই তারা যাতে এটা না করতে পারে সেজন্য এবার একটি সেটে পরীক্ষা নেয়া হয়েছে। তবে প্রশ্নে বিন্যাস আলাদা করা হয়েছে। অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে এ পদ্ধতি বাস্তবায়ন করা হয়েছে।

-জেডসি