যেভাবে জানবেন ঢাবি ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৫ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের ফলাফল আজ রবিবার বেলা একটায় প্রকাশ করা হয়েছে। এবার এই পরীক্ষার ফলাফল এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে ২১৪ নম্বর কক্ষে আনুষ্ঠানিকভাবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।
জেনে নিন কীভাবে পাওয়া যাবে ‘খ’ ইউনিটের ফলাফল-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তির ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফলাফল জানা যাবে। এছাড়া, যেকোনো মোবাইল ফোনের ম্যাসেস অপশনে গিয়ে DU KHA Roll (লিখে) ১৬৩২১ নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল আর সাক্ষাৎকারের তারিখ ইত্যাদি জানা যাবে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর (শুক্রবার) খ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
-জেডসি
