ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৫:০৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবি ‘খ’ ইউনিটে পাশ ২৩.৭২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার ২৩ দশমিক ৭২ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৭৬ দশমিক ২৮ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে ২১৪ নম্বর কক্ষে আনুষ্ঠানিকভাবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা দুই হাজার ৩৭৮ এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিলো ৪৫ হাজার ১৮ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন ৪২ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত (এমসিকিউ উত্তীর্ণ) হন ১৮ হাজার ৫৮১ এবং সমন্বিত পাস করেন ১০ হাজার ১৮৮ জন।

সাধারণ পাসকৃত (মেধাক্রম এক থেকে ৬ হাজার) ছাত্র-ছাত্রীদের আগামী ১৬ অক্টোবর বিকাল পাঁচটা থেকে ৩১ অক্টোবর বিকাল চারটা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম এবং বিষ‌য়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীরা (১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর) সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষ‌দের ডিন অফিস থেকে সংগ্রহ করার পাশাপাশি যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণ করার জন্য ফি প্রদানসাপেক্ষে আগামী ১৬ অক্টোবর থে‌কে ২৩ অক্টোবর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবে।

গত ২১ সেপ্টেম্বর (শুক্রবার) খ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বছর প্রথমবারের মতো এমসিকিউ পরীক্ষার সাথে লিখিত পরীক্ষায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়।

ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন ও ভ‌র্তি কার্যক্র‌মের সাথে সং‌শ্লিষ্ট কর্মকর্তারা।

-জেডসি