ঢাকা, মঙ্গলবার ৩০, এপ্রিল ২০২৪ ০:৪৯:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৫ অক্টোবর থেকে সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশজুড়ে আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ নভেম্বর পর্যন্ত।

আজ রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, কোচিংয়ের বিষয়ে কঠোর থাকতে হবে। কারণ তারা কোনও কিছুর ধার ধারে না। সব ধরনের কোচিং বন্ধ থাকবে। তিনি বলেন, কোচিং ভালো, বাণিজ্যও ভালো। তবে দুটো মিলে যা হয়, জোর করে কোচিং করানো হয়। কোচিংয়ে দরিদ্র শিক্ষার্থীরা (যারা কোচিং করায়) উপকৃত হয়। কিন্তু আমাদের শিক্ষকরা ক্লাসে না পড়িয়ে কোচিং করান। এটা খুবই অনৈতিক।

দীপু মনি বলেন, কিছু কিছু সরকারি শিক্ষক কোচিং করান, তারা কোচিং করালে সরাসরি ব্যবস্থা নিতে হবে। নন-এমপিওভুক্ত শিক্ষক, এমপিও শিক্ষকদের বিষয়ে প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে নির্দেশনা দেওয়া যেতে পারে।

-জেডসি