ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১৫:২১:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্পে এক শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত ও আরো ৬০ জন আহত হয়েছে। খবর ইয়াহু নিউজের।

কোটাবাটো শহরের মেয়র রুয়েল লিমবুনগান বলেন, দাটু পাগলাস টাউনে ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়লে ৭ বছর বয়সী এক শিশু মারা গেছে। এছাড়া, পার্শ্ববর্তী টুলুনান টাউনে দুইটি বাড়ি ধসে পড়ার ঘটনায় আরো ৪ জন আহত হয়।

নিউজ শো উনাং বালিটা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল কোবাটোর মাকিলালা টাউনে অন্তত ৫ জন নিহত ও আরো ১৭ জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে মাকিলালা মেডিকেল স্পেশালিস্ট সেন্টারের নিয়ে যাওয়া হয়।

স্থানীয় একটি রেডিওকে কোটাবাটো শহরের দুর্যোগ অফিসের প্রধান সালমার বার্নাল্ট বলেন, বুধবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মূল ভূমিকম্পটি আঘাত হানার পর আরো ২০০ বারের বেশি কম্পন অনভূত হয়।

এদিকে, ওই ভূমিকম্পের পর জেনারেল সান্টোস সিটির ৩ তলা গাইসানো শপিংমলে আগুন ধরে যায়। পরে ভবনটি থেকে সব ক্রেতা ও বিক্রেতাকে বের করে আনা হয়। এই সময় ভবনটির টুকরোর আঘাতে একজন বয়স্ক নারী আহত হলে তাকে চিকিৎসা দেয়া হয়।

-জেডসি