ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৫:২১:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবির ‘ক’ ইউনিটে পাস ১৩.৫ শতাংশ; ‘চ’য়ে ২.৫০

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটর ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ফলে ‘ক’ ইউনিটে পাস করেছে ১৩ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী। যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। আর ‘চ’ ইউনিটে পাস করেছে ২ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে রবিবার (২০ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক হাজার ৭৯৫ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিলো ৮৮ হাজার ৯৯৬ জন। পরীক্ষায় অংশ নেয় ৮৫ হাজার ৮৭৯ জন। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন ২৫ হাজার ৯২৭ ও সমন্বিত পাসের সংখ্যা ১১২০৭ জন। পাসের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৮৬ দশমিক ৯৫ শতাংশ।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’  ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এছাড়া, গত ১৪ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ও ২৮ সেপ্টেম্বর অংকন পরীক্ষা হয়।

-জেডসি