ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ২:৪৫:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আন্দোলন ঠেকাতে মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মাঝে চলমান সংকটে ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই পরিপ্রেক্ষিতে গতকাল (মঙ্গলবার) গণভবনে ডেকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।  একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশের ক্রিকেটাররা ১১ দফা দাবিতে ক্রিকেটাররা তাদের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন। অপরদিকে এই ধর্মঘটকে ঘিরে ক্রিকেটে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন আশঙ্কার কথা বলেছেন গতকাল সংবাদ সম্মেলনে।

মাশরাফির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই ঘটনার পর মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয় মাশরাফিকে। মাশরাফির কাছ থেকে ক্রিকেটের বর্তমান অবস্থার কথা জানেন প্রধানমন্ত্রী। এরপর তিনি নিজেই বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়ে বলেন, ‘তোমরা খেলে যাও, আমি বিষয়টি দেখছি।’

সোমবার (২১ অক্টোবর) টাইগারদের পক্ষ থেকে ধর্মঘট ডাকা হয়- যেখানে কেবল উপস্থিত ছিলেন না মাশরাফি; এই নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়- পরে নিজের ফেসবুক পেইজে ১১ দফা দাবিকে সমর্থন জানিয়ে একটি পোস্ট দেন।

এদিকে বিসিবি সম্মেলন শেষে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে ধর্মঘটের মুখপাত্র সাকিব আল হাসান বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

-জেডসি