ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ৭:২৯:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গুতে এ পর্যন্ত ১০৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ৯৪২৬৫ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩,০৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা . আয়শা আক্তার জানান, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তিরোগী ৯৩০ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ৪০৪ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ৫২৬ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় (২২ অক্টোবর সকাল ৮টা থেকে ২৩ অক্টোবর  সকাল ৮টা পর্যন্ত) নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি  হয়েছে ২৩৬ জন।এরমধ্যে গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ৮৯ জন।গত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে নতুন ভর্তিরোগী: ১৪৭ জন।

এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৪৮ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৭১ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১০৭ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।