ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১৯:১৫:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশুরাই শান্তির বিশ্ব গড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আশা প্রকাশ করে বলেছেন, শিশুরাই ভবিষ্যতে আলোকিত ও শান্তির বিশ্ব গড়ে তুলবে। ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিশুরা।

শনিবার রাজধানীর ফার্মগেটে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উদযাপনের অনুষ্ঠানে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে আমার সামনে যারা বসে রয়েছে, তারা সবাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তারাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’

তিনি বলেন, ‘তাদের ভবিষ্যৎ কিভাবে আরও সুন্দর করা যায়, সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। এই শিশুরাই আমাদের গর্ব ও ভবিষ্যৎ। শিশুদের জন্য সুন্দর একটি বাংলাদেশ রেখে যাওয়াই আমাদের স্বপ্ন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্ব দরবারে এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন, শুধু আমরাই নয়, পুরো বিশ্ব বিস্মিত হয়ে গেছে।’

আজকের আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষে প্রতিপাদ্য- ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে বাসবে ভালো’।