ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৮:৫২:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশু সাবিহাকে ধর্ষণের পর হত্যায় তালেবের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর থানার চাঞ্চল্যকর শিশু সাবিহা ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি ও ধর্ষক আবু তালেবের (৩৮) বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু তালেব মিরপুর উপজেলার মিঠন হঠাৎপাড়া গ্রামের রওশন আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধার দিকে মিরপুর উপজেলার মিঠন গ্রামের শিশু সাবিহা (৭) নিজ বাড়ির আঙ্গিনা প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিলো। সেখান থেকে শিশুটি নিঁখোজ হয়। পরদিন সকাল ১০টার দিকে পাশের ধানক্ষেতের সেচ খাল থেকে নিহত শিশু সাবিহার লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল রিপোর্টে শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করার কথা জানায় পুলিশ।

এই ঘটনায় নিহত শিশু সাবিহার বাবা ভাষা আলী বাদি হয়ে ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের ৯(২)ধারায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একমাত্র আসামি আবু তালেবকে চিহ্নিত করে এবং তাকে গ্রেপ্তার করে ২০১৮ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌশুলি মেহেদী হাসান জানান, চাঞ্চল্যকর এই ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি আবু তালেবের বিরুদ্ধে আনীত অভিযোগ শুনানি শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা আদেশ দিয়েছেন।

-জেডসি