ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৩:২২:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবির ‘ঘ’ ইউনিটের পাস ১৩.২৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪১ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।  প্রকাশিত ফলে ১৩ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাবির প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নম্বর ২১৪) আনুষ্ঠানিকভাবে ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন।  

‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষায় পাস করে লি‌খি‌ত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার জন্য নির্বা‌চিত হয়েছে ১২ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী। লি‌খিত ও এমসিকিউ পরীক্ষায় পাস করে ১১ হাজার ১৫৮ জন শিক্ষার্থী। যার মধ্যে বিজ্ঞা‌নের ৮ হাজার ৪৮৫ জন, ব্যবসায় শিক্ষার ২ হাজার ১০৪ জন ও মান‌বিকের ৫৬৯ জন।

এবারের পরীক্ষায় ১ হাজার ৫৬০টি আসনের বিপরীতে ৯৭ হাজার ৫০৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। যেখানে বিজ্ঞা‌নের জন্য ১ হাজার ০৯৭, ব্যবসায় শিক্ষায় ৪১০ ও মান‌বি‌কের জন্য ৫৩টি আসন আছে। আর পরীক্ষায় অংশ নেয় ৮৪ হাজার ১৭৭ জন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া, আবেদনকারী যেকোনো অপারেটর থেকে DU GHA -Roll no লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি SMS-এ ফল জান‌তে পারবে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বছর প্রথমবারের মতো এমসিকিউ পরীক্ষার সাথে লিখিত পরীক্ষায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়।

-জেডসি