প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা ১৭ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯ এর সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৭ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৪ নভেম্বর।
পরীক্ষার সময়সূচি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (www.dpe.gov.bd) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের (www.mopme.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে প্রথম প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয় ও ইবতেদায়িতে পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে এই ফল প্রকাশ করা হচ্ছে। ২০১৩ সাল থেকে এই পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়িয়ে আড়াইঘণ্টা করা হয়। সমাপনী পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়ে থাকে।
-জেডসি
