ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ১৮:৫৫:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বায়ু দূষণে ভারতীয়দের গড় আয়ু কমবে সাত বছর

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের বায়ুমণ্ডলে দূষণ বাড়ছে ক্রমবর্ধমান হারে। এর মধ্যে সবেচেয়ে ভয়াবহ অবস্থা ভারতের। রাজধানী দিল্লীর বাতাসে এই দূষণ তূলনামূলক বেশি। যার কারণে বিশ্বের দূষিত বায়ুর দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইন্সটিটিউটের এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। বায়ু দূষণের দিক থেকে সবেচেয়ে খারাপ অবস্থায় রয়েছে নেপাল।

গবেষণায় দেখানো হয়েছে যে, বায়ূদূষণ রোধে সম্পূর্ণ ব্যর্থ ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এর দূষণের মাপকাঠিতেও অনেকটাই পিছিয়ে ভারত। বায়ূ দূষণের ফলে ভারতের প্রায় ৪৮ কোটি মানুষের ওপর মারাত্মক প্রভাব পড়বে। দেশটির জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মানুষের গড় আয়ু কমে যাবে সাত বছর।

২০১১-র আদমশুমারির উপর ভিত্তি করে ২০১৩-১৭ সালে একটি সমীক্ষায় দেখা যায় ভারতের জনসংখ্যার গড় আয়ু ৬৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৯ বছরে। কিন্তু, ভবিষ্যতে পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মানুষের গড় আয়ু কমে যেতে পারে সাত বছর।

-জেডসি