ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১১:৫৭:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার প্রতিশ্রুতিবদ্ধ: সু চি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ৫ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরনার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি।

বাংলাদেশের সাথে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি ও ইউএনএইচসিআর এবং ইউএনডিপির সাথে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে যাচাইকৃত রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার। সোমবার (৪ নভেম্বর) ব্যাংককে পূর্ব এশিয়ার নেতাদের সম্মেলনে এই সব কথা বলেন অং সান সু চি।

এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বাস দিয়ে তিনি বলেন, রাখাইনের সব মানুষের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার দায়িত্ব থেকে মিয়ানমার সরকার এক চুলও নড়বে না।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত রবিবার রাখাইনের ইস্যু নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মন্তব্যের প্রতিক্রিয়া জানান সুচি।

ব্যাংককে ১০ম আসিয়ান-ইউএন শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আন্তোনিও গুতেরেস রাখাইনের পরিস্থিতি ও বাংলাদেশের কক্সবাজারের সাড়ে ৭ লাখের বেশি শরণার্থীর দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আন্তোনিও গুতেরেস বলেন, শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা মিয়ানমারের দায়িত্ব। রাখাইন রাজ্যসহ মিয়ানমারে এখনো বিপুলসংখ্যক শরণার্থী কঠিন পরিস্থিতিতে বেঁচে রয়েছে, তার জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় অং সান সু চি বলেন, রাখাইন ইস্যুটি অত্যন্ত জটিল। মিয়ানমারে আমাদের বন্ধুরা যারা রাখাইনে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন ও সমতার ভিত্তিতে সবার অধিকার রক্ষার জন্য সহায়তায় কাজ করছেন, তাদের কাজকে এগিয়ে নিতে হবে।
-জেডসি