ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১৩:০৪:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বেলুনে হাইড্রোজেন গ্যাস ব্যবহার নিষিদ্ধ চায় পরিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেলুনে ব্যবহারের জন্য সিলিন্ডারের ভেতরেই হাইড্রোজেন গ্যাস উৎপাদনে নিষেধাজ্ঞা এবং বেলুন বিক্রেতাদের পাকড়াও করার লক্ষ্যে পদক্ষেপ চায় জ্বালানি মন্ত্রণালয়ের বিস্ফোরক পরিদপ্তর। এই বিষয়ে সতর্কতা জারি করে দেশের প্রত্যেক জেলার পুলিশ সুপার ও থানার ওসিকে চিঠি দেয়া হচ্ছে।

ঢাকার রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের যে তদন্ত প্রতিবেদন বুধবার (০৬ নভেম্বর) মন্ত্রণালয়ে জমা পড়ছে; তাতে এই সুপারিশ থাকছে বলে জানা গেছে।

এক সপ্তাহ আগে মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীতে শিয়ালবাড়ি বস্তির পাশে বেলুনের গ্যাস ভরার সময়ে বিস্ফোরণে সাতজন মারা যান।

সেই ঘটনার পর বেলুন বিক্রেতা আবু সাঈদকে আসামি করে দণ্ডবিধির ৩০৪ ধারায় (অবহেলায় মৃত্যু সংঘটন) ও বিস্ফোরক আইনে মামলাও হয়।

অনুমোদিত উপায়ে হাইড্রোজেন গ্যাস উৎপাদনের জন্যই এই ধরনের বিস্ফোরণ ঘটছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা।

পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. সামসুল আলম জানান, হকারদের মাধ্যমে নিয়ম না মানায় নিজে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে, তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে। আমি বুধবার চূড়ান্তভাবে তা মন্ত্রণালয়ে জমা দেয়ার জন্য পাঠাবো।

তিনি বলেন, এই ধরনের ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। এই ধরনের কাজ দেখামাত্র বেলুন বিক্রেতাদের যেন ধরা হয়; সেই বিষয়ে পুলিশকে সতর্ক করা হবে।

-জেডসি