ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ৫:৫৫:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিক্ষার্থীরা হল না ছাড়লে আইনি ব্যবস্থা: জাবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব আবাসিক শিক্ষার্থীদের ফের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ত্যাগ না করলে বিশ্ববিদ্যালয় আইনি ব্যবস্থা নিবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির সভা শেষে কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের বাসভবনে সভাটি শুরু হয়।

জানা গেছে, প্রভোস্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে ওই সময়ের মধ্যে হল খালি না হলে পুলিশের সহায়তা নেয়া হবে।

অধ্যাপক বশির আহমেদ বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বিকেল সাড়ে ৫টায় মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। দূরের শিক্ষার্থীদের কথা চিন্তা করে ওই নির্দেশনা নমনীয় থাকে। ছাত্রীদের হল এরই মধ্যে খালি হয়ে গেছে। তবে এখনও হলে অনেক ছাত্র অবস্থান করছে। তাদের বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ছাড়তে হবে। নইলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, হল সংলগ্ন খাবার দোকানগুলো বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় শিক্ষকসহ ৩০ জনেরও বেশি আহত হন। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি এক সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া বিকাল সাড়ে চারটার মধ্যে হল ছাড়ার নির্দেশের কথা জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জারি করা এক বিজ্ঞপ্তিতে বিকাল সাড়ে পাঁচটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

গত ২৪ অক্টোবর থেকে গত সোমবার পর্যন্ত ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারীরা টানা ১০ দিনের মতো নতুন ও পুরনো দুইটি প্রশাসনিক ভবনই অবরোধ করে রেখেছে।

ফলে এই ১০ দিন ভিসি, দুই প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ কোনো কর্মকর্তা-কর্মচারীই প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি। কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। তবে একাডেমিক কার্যক্রম অনেকটা স্বাভাবিক ছিল।

-জেডসি