ঢাকা, মঙ্গলবার ১৬, এপ্রিল ২০২৪ ১৭:৫২:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যৌন সম্পর্কের মাধ্যমেও ডেঙ্গু ছড়ায়

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার

যৌন সম্পর্কের মাধ্যমেও ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত হবে পারে। এবিষয় নিশ্চিত করেছে স্পেনের জনস্বাস্থ্য অধিদপ্তর। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, কেবলমাত্র এডিস মশার মাধ্যমেই ডেঙ্গুর ভাইরাস সংক্রমিত হয় বলেই বিশেষজ্ঞরা এতদিন জানতেন। কিন্তু এবারই প্রথম যৌন সম্পর্কের মাধ্যমে ডেঙ্গু ভাইরাস সংক্রমিত হওয়ার কথা বিশেষজ্ঞরা জানালেন।

রাজধানী মাদ্রিদের জনস্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র সুজানা জিমেনেজ বলেন, ৪১ বছর বয়সী এক ব্যক্তি তার পুরুষ সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক করে ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তার ওই পুরুষ সঙ্গী নিজের দেহে কিউবা থেকে ডেঙ্গুর ভাইরাস নিয়ে আসে। সেখানে মশার কামড়ে তার দেহে এই ভাইরাস সংক্রমিত হয়েছিল।

সুজানা জিমেনেজ আরও জানান, ৪১ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে ডেঙ্গুর সংক্রামণ ধরা পড়ে সেপ্টেম্বরে। তবে তিনি এমন কোনো দেশেই যাননি যেখান থেকে ডেঙ্গুর ভাইরাসে সংক্রমিত হতে পারেন। এতে করে চিকিৎসকরা তার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণ বের করতে গিয়ে এক মহাসংশয়ে পড়ে যান।

পরে তার সঙ্গে যৌনসঙ্গীর শরীরেও ডেঙ্গুর একই ধরনের লক্ষণ দেখা দেয়, যিনি কি না ১০ দিন আগে কিউবা ভ্রমণে গিয়েছিলেন। পরে তাদের বীর্য পরীক্ষা করে দেখা হয়, তাদের দুজন শুধু ডেঙ্গুতেই আক্রান্ত হননি, দুজনই সম্পূর্ণ একই ধরনের বিশেষ ভাইরাসে সংক্রমিত, যা কেবল কিউবা থেকেই আসা সম্ভব।