ঢাকা, মঙ্গলবার ৩০, এপ্রিল ২০২৪ ১৩:৫৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুর্ঘটনা ঘটেছে সিগন্যালের ভুল বোঝাবুঝিতে: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিগন্যালের ভুল বোঝাবুঝি থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াতউদদৌলা খান বলেন, সিগন্যাল অমান্য করে তূর্না নিশিথা ট্রেনটি উদায়ন এক্সপ্রেস ট্রেনের ওপর আছড়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি সংবাদিকদের এসব কথা বলেন।

হায়াতউদদৌলা খান বলেন, উদয়ন ট্রেনটি ক্রস করছিল বলে ধীরগতিতে ছিল। দুটো ট্রেন ক্রস করার সময় সম্ভবত সিগন্যালের ভুল বোঝাবুঝিতে একটি ট্রেনের সাথে আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়েছে।

জেলা প্রশাসক বলেন, হতাহতের উদ্ধার কার্যক্রম খুব দ্রুত গতিতে চলছে। নিহতদের নিকটস্থ আত্মীয় স্বজনদের খোঁজ করা হচ্ছে, পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এছাড়া পরিচয় শনাক্তের পর নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়ে মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলকায় দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। সোমবার দিবাগত ভোররাতের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

-জেডসি