ঢাকা, মঙ্গলবার ২৩, এপ্রিল ২০২৪ ১৫:২৫:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কলকাতা টেস্ট দেখতে শেখ হাসিনাকে মোদির আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কলকাতার ইডেন গার্ডেনে প্রথম দিবারাত্রির টেস্ট খেলা দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ নভেম্বর বাংলাদেশ-ভারতের মধ্যকার ওই টেস্ট খেলা শুরু হবে।

বুধবার রাতে শেখ হাসিনাকে এ চিঠি পাঠিয়েছেন মোদি। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেস্ট ম্যাচ শুরুর দিন ২২ নভেম্বর সকালে কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেন গার্ডেনে প্রথম দিনের খেলায় অতিথি হিসেবে থেকে তিনি সন্ধ্যায় চলে আসবেন। তবে এ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে।

এর আগে ইডেন গার্ডেনে বাংলাদেশের খেলা প্রথম টেস্টকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তখন জানা যায়, ঐতিহাসিক ইডেন গার্ডেন টেস্টে রেওয়াজ অনুযায়ী ঘণ্টা বাজাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে গত ৩০ অক্টোবর দিল্লি গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর মধ্যেই সেখানে তিন ওয়ানডে খেলেছে টাইগাররা। মুশফিকরা একটিতে জয় পেলেও বাকি দুটি ম্যাচ জিতে নিয়ে সিরিজ জিতেছে ভারত।

এদিকে আজ থেকেই ভারতের বিপক্ষে শুরু হয়েছে টেস্ট ম্যাচ। শুরুতেই টসে জিতে ব্যাট করতে নামে টাইগাররা।