ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১৭:৫৩:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সৌদি থেকে দেশে ফিরেছেন সেই সুমি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার

অবশেষে দেশে ফিরলেন সৌদি আরবে নির্যাতনের শিকার বাংলাদেশি নারী শ্রমিক সুমি আক্তার। আজ শুক্রবার সকাল ৭টায় এয়ার এরাবিয়ার জি-৯৫১৭ নম্বর ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।

একই সঙ্গে সৌদি থেকে দেশে ফিরেছেন নির্যাতিত আরও ৯১ নারী গৃহকর্মী।

চলতি বছর জানুয়ারিতে সচ্ছলতার আশায় দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান বাংলাদেশের মেয়ে সুমি আক্তার। বিনামূল্যে বিদেশে পাঠানোর কথা বললেও ভালো টাকা আয়ের লোভ দেখিয়ে দালালরা তাকে বিক্রি করে দেয়। সৌদি যাওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই নানাভাবে নির্যাতনের শিকার হন তিনি। সম্প্রতি ফেসবুকে ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে সেই নির্যাতনের কথা তুলে ধরে দেশে ফেরার আকুতিজানান সুমি।

পরে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের হস্তক্ষেপে সুমিকে নিয়োগকর্তার বাড়ি থেকে উদ্ধার করে নাজরান পুলিশ।

সুমি আক্তার (২৬) পঞ্চগর জেলার বোদা সদর থানার রফিকুল ইসলামের মেয়ে।