ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১০:১২:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিন্ধুর দুঃসময় চলছে, বিদায় হংকং থেকেও

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার

পি ভি সিন্ধু

পি ভি সিন্ধু

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধুর দুঃসময় অব্যাহত। হংকং ওপেন থেকেও তিনি বিদায় নিলেন দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ১৮ নম্বর খেলোয়াড় থাই বুসানান ওঙবামরাংফানের কাছে তিন গেম লড়াই করে। সিন্ধু হারলেন ১৮-২১, ২১-১১, ১৬-২১ গেমে।

হংকংয়ে বৃহস্পতিবার ভারতের জন্য আরও খারাপ খবর অপেক্ষা করছিলো। সিন্ধুর মতোই বিদায় নিয়েছেন পারুপাল্লি কাশ্যপ এবং এইচ এস প্রণয়।
 
ভারতীয় ব্যাডমিন্টন মহলের আগ্রহ বেশি ছিল সিন্ধুর ম্যাচ নিয়েই। দেখার বিষয় ছিল, হংকংয়ে তিনি ঘুরে দাঁড়াতে পারেন কি না। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হল না। আবার হারলেন ভারতীয় তারকা।  বিশ্বের ছ’নম্বর সিন্ধু এ দিন বুসাননের কাছে হার মানলেন ৬৯ মিনিট লড়াই করে। তাইল্যান্ডের এই প্রতিপক্ষের বিরুদ্ধে এর আগে কিন্তু দশ বার খেলে দশ বারই জিতেছিলেন সিন্ধু। হংকংয়ের আগে ভারতীয় তারকা চীন, কোরিয়া ও ডেনমার্কেও টুর্নামেন্টের প্রথম দিকে ছিটকে যান।

হঠাৎ সিন্ধুর এত খারাপ খেলা দেখে ভারতীয় ব্যাডমিন্টন মহল রীতিমতো উদ্বিগ্ন। বিশেষ করে টোকিয়ো অলিম্পিক্সের কথা ভেবে। চিন্তিত তার কোচ পুল্লেলা গোপীচন্দও।

তিনি বলেছেন, ‘রিয়ো অলিম্পিক্সের আগে সবাই ভেবেছিল সাইনাই (নেহওয়াল) পদক জিতবে। কিন্তু রুপো জেতে সিন্ধু। এ বার ছবিটা ঠিক উল্টো।’

গোপী যোগ করেছেন, ‘এখন সবাই ওর খেলার ধরনটা জেনে গিয়েছে। সেটা একটা বড় সমস্যা। আমার ওকে নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা আছে। কিন্তু তার জন্য সময়ের দরকার। আশা করছি পরের বছর এপ্রিল থেকে জুলাইয়ে সেই সময়টা পেয়ে যাব।’