ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ০:০৩:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জরুরি বিমানে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লাগামহীনভাবে দাম বাড়তে থাকা পেঁয়াজের বাজার স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কার্গো বিমানে করে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (১৭ নভেম্বর) থেকে সরকারিভাবে টিসিবি তুরস্ক ও বেসরকারি খাতের এস আলম গ্রুপ মিশর থেকে পেঁয়াজ আমদানি করবে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন।

বাণিজ্য সচিব বলেন, যতোদিন পর্যন্ত বাজার স্বাভাবিক না হব; ততোদিন এয়ার কার্গোতে পেঁয়াজ আমদানি করা হবে।

তিনি বলেন, সরকারিভাবে পেঁয়াজ আমদানি করার জন্য একজন উপ-সচিবকে তুরস্কে পাঠানো হচ্ছে। এছাড়া, একজন উপসচিব মিশরেও আছেন।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের শেষ থেকে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠে। ২৯ সেপ্টেম্বর অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণ রাখার জন্য পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। বাংলাদেশ পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের ওপরই নির্ভরশীল। ফলে দেশের বাজারে হু হু করে দাম বাড়তে থাকে। তখন দুই দিনের ব্যবধানে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে ১০০ টাকা হয় দেশি পেঁয়াজের দাম। দাম কমানোর জন্য মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু করে সরকার। এছাড়া, টিসিবির মাধ্যমে বিক্রি ও আড়তগুলোতে অভিযানের পর দাম কিছুটা কমলেও পরে আবারো দাম বাড়তে শুরু করে। এরপর তুরস্ক ও মিশর থেকে আরো আমদানি করে দাম ৮৫ টাকায় নামিয়ে আনার আশা দেখালেও প্রকৃতপক্ষে তো ঘটেইনি, উল্টো লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে দুই শ ছাড়িয়ে যায়। শুক্রবার দুপুরে কেজিতে দাম বেড়ে ২৫০ টাকায় বিক্রি হয়। আবার কিছু কিছু বাজারে পেঁয়াজের দর ৩০০ টাকা ছুঁয়েছে।

পেঁয়াজের এই অস্বাভাবিক ঊচ্চমূল্যে হাপিয়ে উঠেছে সারাদেশের মানুষ। দেশজুড়ে চলছে এই নিয়ে আলোচনা-সমালোচনা। যদিও সরকার বলছে, শিগগিরই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে।

-জেডসি