ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ১৭:৪৯:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে আমলিরটেক এলাকায় রেহানা (৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার স্বামী ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ নভেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।  পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি বলেন, রেহানা তার স্বামী ও সন্তানদের নিয়ে আমলিরটেক এলাকার একটি বস্তিতে বসবাস করতেন। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে স্বামী তার স্ত্রীকে মারধর করে। এক পর্যায়ে রাতে তারা ঘুমিয়ে পড়েন। আজ সকালে রেহানার মৃত্যুর খবর পেয়ে ওই বস্তিতে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।  

তিনি আরো বলেন, তার গলায় দাগ ও নাকে আঘাতের চিহ্ন আছে। তবে, মারধরের পর তিনি কি আত্মহত্যা করেছেন; না-কি স্বামীর মারধরে তার মৃত্যু হয়েছে; তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

-জেডসি