ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৬:৩৩:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেখ হাসিনার ক্রিকেটপ্রেমে মুগ্ধ সৌরভ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০১ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার

শেখ হাসিনার ক্রিকেটপ্রেমে মুগ্ধ সৌরভ

শেখ হাসিনার ক্রিকেটপ্রেমে মুগ্ধ সৌরভ

ঐতিহাসিক ইডেন গার্ডেনসে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দিবা-রাত্রির টেস্ট ম্যাচ শেষ হয়ে গেছে তিন দিনের শুরুতেই আজ রোববার। কিন্তু বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী মুগ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্রিকেটপ্রেমে।

গোলাপী বলের এই খেলাকে স্মরণীয় করে রাখতে বিসিসিআই'র পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

প্রধানমন্ত্রী ইডেন গার্ডেনসে ঘণ্টা বাজিয়ে এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ উদ্বোধন করেন। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও সেখানে উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্রিকেটেপ্রেম দেখে মুগ্ধ হন সাবেক এই ভারতীয় অধিনায়ক।

আজ রোববার ম্যাচ শেষে সৌরভ গাঙ্গুলী সাংবাদিকদের কাছে শেখ হাসিনার এই ক্রিকেটপ্রেম নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান।

তিনি বলেন, ‘আপনাদের (বাংলাদেশের) প্রধানমন্ত্রী অবিশ্বাস্য।  উনাকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। খেলাধুলার প্রতি উনার অগাধ ভালোবাসা। একজন প্রধানমন্ত্রী এখানে বক্সে এসে বলছেন ‘আমি সারাদিন খেলা দেখব, হোটেলে যাব না’।

সৌরভ বলেন, ‘একজন প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের কথা এককথায় অবিশ্বাস্য। উনাকে আমার পক্ষ থেকে প্রণাম জানাবেন।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর ১৭ মার্চে বাংলাদেশে আসার কথাও জানান গাঙ্গুলী।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমি ঢাকায় যাব। শুধু উনার (শেখ হাসিনার) জন্য যাব।'