ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৫:০৪:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাশুড়িকে হত্যায় পুত্রবধূসহ ৪ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার মামলায় পুত্রবধূসহ ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দিন (পিপি)।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পুত্রবধূ শারমিন আক্তার, জামাল, নাজিম ও জসিম। দণ্ডপ্রাপ্তরা প্রত্যেকেই জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৪ জুলাই রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে পুত্রবধূ শারমিন আক্তারকে পরকীয়া প্রেমে বাধা দেয়ার কারণে শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন পুত্রবধূ ও তার পরকীয়া প্রেমিক জামাল, সহযোগী নাজিম ও জসিমকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করে নিহতের দেবর খোরশেদ আলম। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দিয়েছেন।  

-জেডসি