ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৫:০৫:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় স্বামী মো. আক্তার হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুল্লাহ কুতুবী আসামির উপস্থিতিতে এই রায় দেন। লক্ষ্মীপুর জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আক্তার হোসেন কমলনগরের চর লরেন্স এলাকার বেচু ব্যাপারীর সন্তান।  

আদালত সূত্রে জানা যায়, চর লরেন্স গ্রামের শাহে আলমের মেয়ে বিবি সাজুর সাথে একই এলাকার আক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তার স্ত্রী সাজুকে বিভিন্ন সময়ে আক্তার হোসেন নির্যাতন করতেন বলে অভিযোগ ছিলো। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে নির্যাতনের একপর্যায়ে স্ত্রীকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আক্তার হোসেন।

হত্যার ঘটনায় ১৪ ফেব্রুয়ারি নিহতের বাবা বাদী হয়ে কমলনগর থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আক্তার হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। আদালত ৮ জনের সাক্ষ্যগগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন।

-জেডসি