স্বামীর ছুরিকাঘাতে আহত ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার
রাজধানীর কুড়িলে স্বামীর ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় ছাত্রী কানিজ ফাতেমা টুম্পা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত টুম্পা (২৪) বরিশাল বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া গ্রামের শাহ আলমের মেয়ে। ঢাকার শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বিবিএ ফাইনাল ইয়ারে পড়ছিলেন তিনি।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে স্বামী সাফখাত হোসেন রবিনের ছুরিকাঘাতে আহত হলে টুম্পাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ।
ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টায় টুম্পা মারা যান বলে পরিবারের সদস্যরা জানান।
এ ঘটনায় রবিনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে জানিয়ে টুম্পার চাচা শহিদুল ইসলাম।
টুম্পার ছোটবোন আয়শা আক্তার জানান, শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বিবিএ ফাইনাল ইয়ারে পড়তেন টুম্পা। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত দুই মাস আগে সাফখাত হাসান রবিন নামে এক যুবককে বিয়ে করেন। তিনিও কুড়িল চৌরাস্তা এলাকারই বাসিন্দা।
তিনি আরও জানান, রবিন মাদকাসক্ত ছিলেন। বিয়ের পর থেকেই পারিবারিক সমস্যা লেগেই ছিল। গতকাল টুম্পাই তার বাবা-মাকে ফোন করে তাকে আনতে যেতে বলেন। পরে তার খালা নাজমা তাকে আনতে যান। আনার পথে চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে পেছন থেকে টুম্পার পিঠে রবিন ছুরিকাঘাত করেন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাতেই ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
