ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ৯:০৫:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশকে চতুর্থ স্বর্ণ পদক এনে দিলেন হুমায়রা

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এসএ গেমসের ত্রয়োদশ আসরে দ্বিতীয় পদক জিতলেন হুমায়রা আক্তার অন্তরা। মোহাম্মদ আল আমিন হোসেন ও মারজানা আক্তার পিয়ার পর কারাতে ইভেন্টে স্বর্ণ জিতলেন হোমায়রা। মেয়েদের এটি দ্বিতীয় স্বর্ণ পদক। সবমিলিয়ে এখন পর্যন্ত এটি বাংলাদেশের চতুর্থ সোনা জয়।

মঙ্গলবার মেয়েদের কারাতে কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে দেশকে দিনের তৃতীয় সোনার পদক এনে দেন অন্তরা।

এর আগে কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কাউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে এদিন বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ এনে দেন মারজানা আক্তার পিয়া।

এ স্বর্ণ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গতবারের সাফল্য ছুয়ে ফেলল। ২০১৬ সালে ভারতের গুয়াহাটি ও শিলংয়ে বাংলাদেশ চারটি স্বর্ণ জিতেছিল।

এরও আগে লাল-সবুজের হয়ে দিনের প্রথম পদক জেতেন মোহাম্মদ আল আমিন। কারাতে ফাইনালে পাক অ্যাথলেট জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন তিনি।

আর সোমবার বাংলাদেশকে প্রথম সোনা এনে দেন দিপু চাকমা। তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারান তিনি। তবে দেশকে প্রথম পদক এনে দেন হুমায়রা। সেবার ব্রোঞ্জ জেতেন তিনি।

-জেডসি