ঢাকা, বৃহস্পতিবার ০৯, মে ২০২৪ ৭:৫৫:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাকিস্তানি ৬০০ ‘বধূ’ চীনের কাছে বিক্রি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাকিস্তানের ছয়শর বেশি নারী ও কিশোরীকে চীনের কাছে বিক্রি করা হয়েছে। এর মধ্যে অনেককে নববধূ হিসেবে চীনারা ক্রয় করেছে। দুই বছরের কম সময়ের মধ্যে এদের পাচার করা হয়েছে বলে পাকিস্তানি তদন্ত প্রতিবেদক সংবাদমাধ্যম এপির প্রতিবেদককে জানিয়েছেন। আলজাজিরা।

পাকিস্তানের দরিদ্র পরিবারের নারী ও কিশোরীদের বধূ বেশে চীনা নাগরিকদের কাছে বিক্রি করা হয়েছে। এভাবে পাচার হওয়া ৬২৯ নারী ও কিশোরীর ব্যাপারে তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের তদন্তকারী কর্মকর্তা। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, বেইজিংয়ের সঙ্গে ইসলামাবাদের লাভজনক সম্পর্কের কারণে সরকার এ ধরনের মানবপাচার রোধে ব্যর্থ হয়েছে। অক্টোবরে ফয়সালাবাদ আদালত মানবপাচারের সঙ্গে জড়িত ৩১ চীনা নাগরিককে মুক্তি দিয়েছে। এটি আসলে দুই দেশের ‘লাভজনক’ সম্পর্কের অংশ!

সরকারের পক্ষ থেকে তদন্ত রোধের প্রচেষ্টা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে এমন মন্তব্য করেন দুই কর্মকর্তা। এ কারণে তারা আশঙ্কার মধ্যেও রয়েছেন। এমন একজন কর্মকর্তা বলেন, এসব নারী-কিশোরীকে সাহায্য করার মতো কেউ নেই। এ নিয়ে আলোচনা চলছে, তবে একই সাথে এটি (মানবপাচার) বেড়েই চলেছে। কারণ তারা জানে, এভাবেই তারা পালাতে পারবে। কর্তৃপক্ষ সব জানে কিন্তু প্রত্যেকেই তদন্ত না করার জন্য চাপে থাকেন। এ কারণে নারী পাচার বাড়ছে। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলছে এ বিষয়ে তারা কিছু জানে না।