ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১৬:১০:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারী বৃষ্টি ও তুষারপাতে বিপর্যন্ত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারী বৃষ্টি ও তুষারপাতে বিপর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিমাঞ্চল। ডাউনটাউন সানফ্রানসিসকোতে দেখা দিয়েছে বন্যা। এরই মধ্যে পশ্চিমাঞ্চলে ঝড়ো বাতাসের সাথে শুরু হয়েছে, ভারী বৃষ্টি। এসব অঞ্চলের কয়েক মিলিয়ন মানুষ প্রচণ্ড ঠান্ডায় আক্রান্ত হবে পারে বলে আশঙ্কা করছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

ভারী বৃষ্টির কারণে, দেশের বিভিন্ন স্থানের সড়ক তলিয়ে গেছে। বৃষ্টির সাথে পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে তুষারপাত। বরফে রাস্তা ঢেকে যাওয়ায় উইটাহ এবং সল্টলেক সিটিতে দেখা দিয়েছে যানবাহনের ধীরগতী।

ঝড়ো বাতাসের সাথে ক্যালিফর্নিয়ায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। তলিয়ে গেছে সানফ্রানসিসকোর অনেক সড়ক। ডুবে গেছে রেইল লাইনো।

ডুবে যাওয়া সড়কে ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন অনেকে। ঝড়ে ওকল্যান্ডে একটি বসত বাড়ির ওপর গাছ ভেঙে পড়েছে। কেও হাতাহত না হলেও বাড়িটি ভেঙ্গে গেছে। ভারী বৃষ্টিপাতে সড়কে উপর পাথর ধসে ঘটনা ঘটেছে কয়েকটি স্থানে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অবস্থা চলতে পারে আরো দুই থেকে তিন দিন।

-জেডসি