ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১২:৫৬:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বাংলাদেশ নারী ক্রিকেট দল ও পুরুষ অনূর্ধ্ব-২৩ দলকে অভিনন্দন জানিয়েছেন। নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয় করায় নারী-পুরুষ ক্রিকেটারদের টেলিফোনে অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সোমবার বাসস’কে জানান, ‘প্রধানমন্ত্রী আজ দুপুরে উভয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে টেলিফোনে কথা বলেন। স্ব স্ব ইভেন্টে স্বর্ণ পদক জয় করায় তাদের অভিনন্দন জানান।’

তিনি জানান, টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের সাফল্য ধরে রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন।

এ সময় শেখ হাসিনা বলেন, নেপাল থেকে ফিরে আসার পর উভয় দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের তাদের সাফল্যের জন্য গণভবনে আমন্ত্রণ জানাবেন।

এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর মহাসচিব সৈয়দ সাহেদ রেজার সঙ্গেও প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলে সাউথ এশিয়ান গেমস-এ বাংলাদেশের সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান।

নেপালের ত্রিভূবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় আজ শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ পুরুষ ক্রিকেট দল ৭ উইকেটে জয়লাভ ও স্বর্ণ পদক জিতে নেয়।

এদিকে নেপালের পোখরায় মনোমুগ্ধকর ফাইনাল খেলায় গতকাল বাংলাদেশ নারী ক্রিকেট দল ২ রানে শ্রীলংকাকে পরাজিত করে স্বর্ণ পদক জিতে নেয়।