ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ৫:০৯:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চেক প্রজাতন্ত্রের হাসপাতালে বন্দুকধারীর হামলা; নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে।  দেশটির উত্তরপূর্বাঞ্চলে ইউনিভার্সিটি হাসপাতাল অস্ট্রাভায় মঙ্গলবার সকালে এই হামলার ঘটনা ঘটে।

চেক পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ওই হামলায় ৬ জন নিহত হয়েছে।

এদিকে, পুলিশ প্রাথমিকভাবে ৪ জন নিহত ও ২ জন গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছিল। পরে আহত দুইজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস।

হাসপাতালের ট্রমাটোলজি ওয়ার্ডে ওই হামলার ঘটনা ঘটে। এই হাসপাতালটির হোস্ট হচ্ছে অস্ট্রাভা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, হামলার সময় সন্দেহভাজন ব্যক্তি একটি লাল জ্যাকেট পরে ছিলো।

পুলিশ তাদের টুইটার অ্যাকাউন্টে হামলাকারী ছবি প্রকাশ করেছে; তাকে ধরিয়ে দিতে জনগণের সাহায্য চেয়েছে। আর হামলার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ আছে।

অন্যদিকে চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান হামাসেক বলেন, পরিস্থিতি মোকাবিলায় রেপিড রেসপন্স ইউনিট এবং পুলিশের হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, ওই হামলার পর অটোমেটিক অস্ত্রে সজ্জিত পুলিশ সদস্যরা হাসপাতালটিকে পাহারা দিচ্ছে। এছাড়া, বিভিন্ন ‘সফট টার্গেটে’ পুলিশ মোতায়েন করা হয়েছে।

-জেডসি