ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ৬:০৬:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বড় দিন ও থার্টি ফার্স্ট উদযাপনে স্বরাষ্ট্রমন্ত্রীর নিদের্শনা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১১ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২৫ ডিসেম্বর বড়দিন ও থার্টিফার্স্ট নাইট দুটি দিবস খুব কাছাকাছি। খ্রিস্টান ধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর বড়দিন যথাযথভাবে পালন এবং থার্টি ফার্স্ট নাইট যাতে শৃঙ্খলভাবে উদযাপন করা হয় সেজন্যই আমাদের আজকের আইনশৃঙ্খলা-সংক্রান্ত এই সভা। থার্টি ফার্স্ট ও বড়দিন নিয়ে কিছু কঠোর নির্দেশনা দিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটে রাস্তা বা ফ্লাইওভারে কনসার্ট বা নাচ-গানের আয়োজন করা যাবে না। এছাড়াও প্রকাশ্যে বা উন্মুক্ত স্থানেও এসব কিছু করা যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হবে। ৩০ ডিসেম্বর বিকেল চারটা থেকে পহেলা জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না। এমনকি এই সময়টাতে সারাদেশের সকল বার বন্ধ থাকবে।’

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ভুভুজেলা, আতশবাজি, পটকা ফোটানো যাবে। তবে এ সময়ের মধ্যে মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলবে বলেও জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

থার্টিফার্স্ট নাইটে রাত আটটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকার ব্যতীত কোন গাড়ি প্রবেশ করতে পারবে না।’

এছাড়াও, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে যথাযথভাবে বড়দিন উদযাপন করতে পারে সেজন্য সংশ্লিষ্ট চার্জ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঢাকাসহ সারাদেশের প্রায় ৩ হাজার ৫০০টি চার্জে আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে। বড়দিন উপলক্ষে পুলিশের বিশেষ কন্ট্রোলরুম থাকবে।’

-জেডসি