ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ১৬:১০:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সচিবালয় এলাকা নীরব ঘোষণা, হর্ন বাজালেই শাস্তি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী মো. শাহাব উদ্দিন জানিয়েছেন, সরকার সচিবালয়ের চারপাশের এলাকাকে হর্নবিহীন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ থেকে এই আদেশ কার্যকর হবে। এবং বুধবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ‘নীরব এলাকা’ ঘোষণা করায় জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহন হর্ন বাজাতে পারবে না।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ের এক নম্বর গেটে এলাটিকে নীরব এলাকা ঘোষণার পর তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘পাইলটিং প্রকল্প হিসেবে সচিবালয়ে চারপাশকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এখান থেকেই আমরা শুরু করব। পর্যায়ক্রমে পুরো ঢাকাসহ সারা বাংলাদেশে এটা কার্যকর করব।’

পরিবেশমন্ত্রী বলেন, ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ অনুযায়ী ‘নীরব জোন’ এলাকায় হর্ন বাজালে প্রথমবার সর্বোচ্চ ১ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই অপরাধ পরবর্তী সময়ে করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।’

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে প্রণীত ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ অনুযায়ী ‘নীরব এলাকা’ বলতে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং এর চারিদিকে ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে বোঝায়।

হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নীরব এলাকার বাস্তবায়ন করা যাচ্ছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘পরবর্তী সময়ে আমরা সেখানেও বাস্তবায়নে যাব।’

এরপর মন্ত্রী মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউটদের নিয়ে সচিবালয়ের চারপাশের সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় মন্ত্রীকে স্লোগান দিতে দেখা যায়। মন্ত্রী স্লোগান দেন- ‘হর্ন বাজানো, হর্ন বাজানো’; অন্যরা বলেন- ‘বন্ধ কর, বন্ধ কর’। আবার মন্ত্রী বলেন, ‘শব্দ দূষণ, শব্দ দূষণ’; অন্যরা বলেন- ‘বন্ধ কর, বন্ধ কর’।

এ সময় রোভার স্কাউটদের হাতে ছিল ‘নীরব এলাকা, হর্ন বাজাবেন না। নীরব এলাকায় হর্ন বাজানো দণ্ডণীয় অপরাধ’ লেখা প্ল্যাকার্ড।

এর আগে গত ২৫ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন বা হর্নবিহীন এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।

-জেডসি