ঢাকা, রবিবার ১৪, ডিসেম্বর ২০২৫ ১:০০:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম উদ্দেশ্যপ্রণোদিত: মনীষা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত রাজাকারের তালিকায় আমার বাবা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী ও ঠাকুর মা উষা রানী চক্রবর্তীর নাম অন্তর্ভুক্ত করার বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)'র সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। অবিলম্বে এই তালিকা বাতিল ও এতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুক্তিযোদ্ধাদের নাম জড়ানোর সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি করেন তিনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে এই সব কথা বলেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র প্রার্থী বাসদ নেত্রী ডা. মনীষা।

ডা. মনীষা বলেন, আমার বাবা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, ক্রমিক নং ১১২ পৃষ্ঠা ৪১১৩। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা ও পেয়ে থাকেন। কিন্তু, রাজাকারের তালিকায় তিনি ৬৩ নাম্বার রাজাকার! আমার ঠাকুরদা অ্যাডভোকেট সুধির কুমার চক্রবর্তীকে পাকিস্তানি মিলিটারি বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। তার সহধর্মিণী আমার ঠাকুমা উষা রানী চক্রবর্তীকে রাজাকারের তালিকায় ৪৫ নাম্বারে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

-জেডসি