ভারতে ধর্ষণের শিকার উগান্ডার নারী
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার
গণধর্ষণের শিকার ওই তরুণী উগান্ডার নাগরিক। খবর : টাইমস অব ইন্ডিয়া'র। পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে পুনার কোরেগাঁওয়ে এক রেস্তোরাঁর বাইরে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণী। সেসময় মোটরসাইকেল আরোহী এক যুবক তার সামনে এসে দাঁড়ায়। তাকে লিফট দিতে চাইলে সে বিশেষ আপত্তি করেনি। কারণ, তখন অনেকই রাত হয়েছিল।
উগান্ডার ২৮ বছর বয়সী ওই তরুণী জানান, লিফটের প্রস্তাবে সায় দিলে ওই যুবক তার এক বন্ধুকে ফোন করে ডেকে নেয়। তখনো তাদের বদ উদ্দেশ্য বুঝতে পারেননি তিনি। পরে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে বসেই গন্তব্যের দিকে রওনা দেন তিনি। কিছুদূর এগোনোর পর, মোবাইলে লোকেশন ট্র্যাক করে তিনি বুঝতে পারেন, মোটরসাইকেল চলেছে অন্য রাস্তায়। পরে তাকে দুজনে মিলে ধর্ষণ করেছে। এ ঘটনায় একটি মামলা গ্রহণ করেছে পুলিশ।
